Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ২০:০৬

খুলনা: খুলনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক পত্রে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খুলনা জেলার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও একই উপজেলার সোনাদানা ইউনিয়ন বিএনপির সদস্য কিশোর মন্ডলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

থানার কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গ পুলিশ বহিষ্কার বিএনপি বিএনপির নেতা সারাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর