চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন
১০ আগস্ট ২০২৪ ১৭:৪৫
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম বন্দরে ইয়ার্ডে কনটেইনার হস্তান্তর করা একটি ক্রেনে (স্ট্যাডেল ক্যারিয়ার) আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১০ আগস্ট) ভোরে বন্দরের নর্থ কন্টেইনার ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শামিম মিয়া সারাবাংলাকে জানান, ভোর ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, আগুনের ঘটনায় ক্রেনটির কন্টেইনার ক্যারিং ইকুইপমেন্টের ইঞ্জিন, জেনারেটর, ইনভার্টার, হাইড্রোলিক ওয়েল ট্যাংক ও হাইড্রোলিক হোজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘সকালে ইয়ার্ডে কনটেইনার হস্তান্তর করা একটি ক্রেনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায়ই দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।’
সারাবাংলা/আইসি/এনইউ