Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদকের লড়াইয়ে চীনকে ছাড়িয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৪ ১০:০৭

প্যারিস অলিম্পিকের পর্দা নামতে আর বেশিদিন বাকি নেই। গত তিন সপ্তাহের জমজমাট লড়াইয়ে একের পর এক ইভেন্টে পদক জিতেছে বিভিন্ন দেশ। পদক জয়ের এই লড়াইয়ে গতকাল দিনশেষে এগিয়ে আছে যুক্তরাষ্ট্রই। মূল প্রতিদ্বন্দ্বী চীনকে ছাড়িয়ে পদক তালিকার সবার উপরে আছে তারাই।

সিন নদীতে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছিল এবারের আসরের। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পদক জিতেছে ১১১টি। এর মাঝে সোনা আছে ৩৩টি, রুপা ও ব্রোঞ্জ আছে ৩৯টি। সোনা জয়ের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমানে সমান চীন, তারাও জিতেছেন ৩৩টি সোনা। তবে ২৭টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ জিতে চীনের মোট পদক সংখ্যা ৮৩টি।

বিজ্ঞাপন

১৮ সোনা, ১৬টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে ৪৮পদকের সাথে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১৬টি সোনা, ৮টি রুপা ও ১৩ ব্রোঞ্জ নিয়ে ৩৭ পদকের সাথে চতুর্থ স্থানে আছেন জাপান।

১৪টি সোনা, ২০টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ নিয়ে ৫৭ পদকে পঞ্চম স্থানে আছে গ্রেট ব্রিটেন।

আগামী ১১ আগস্ট পর্দা নামবে এবারের অলিম্পিকের।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর