ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১০ আগস্ট ২০২৪ ০৮:৪৭
ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ডেমরা ৬৭ নাম্বার ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক ছিলেন।
শুক্রবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে আবু সাঈদকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মামা আপেল মাহমুদ জানান, আবু সাঈদ পেশায় ব্যাবসায়ী ছিলেন। এবং ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক ছিলেন। ডেমরা বাহিরটেংরা আমতলায় স্ত্রী বিথী আক্তার ও দেড় বছরের ছেলেকে নিয়ে থাকতেন।
তিনি আরও জানান, আজ সন্ধ্যার দিকে এলাকায় মিছিল করে বাসায় ফিরছিলেন আবু সাঈদ। বাসার কিছুটা দূরে সারুলিয়া ওরিয়েন্টাল স্কুলের সামনে এলে এলাকার আনোয়ার, আকবর, রনি, জ্বীন বাবু, সালামসহ আওয়ামী লীগ, যুবলীগের লোকজন অতর্কিতভাবে আবু সাঈদকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর আবু সাঈদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই যুবকের মাথাসহ শরীরে বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে