‘অন্তর্বর্তীকালীন সরকার দালালি করলে ছাড় দেওয়া হবে না’
৯ আগস্ট ২০২৪ ১৭:০০ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ২০:৫৪
ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘গণঅভ্যূত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সরকারকে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কারো জন্য দালালি করলে, সরকারকে ছাড় দেওয়া হবে না।’
শুক্রবার (৯ আগস্ট) পুরানা পল্টন মোড়ে সিপিবি’র ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে দাও, অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগে গণঅভূত্থ্যনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রুহিন হোসেন প্রিন্স আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসন আমলের সমালোচনা করে বলেন, ‘বিদায়ী সরকারের অনেক চামচা, সুযোগসন্ধানীরা শেখ হাসিনার পদত্যাগের দুই দিন আগে তার সঙ্গে দেখা করে বলেছিল তারা তার সঙ্গে আছেন। ওই সুযোগসন্ধানীরা আবার সুযোগ নেওয়ার জন্য সরকারের সঙ্গে আঁতাত করবে। এই সুযোগসন্ধানীদের সম্পত্তির হিসাব নিয়ে বিচার করতে হবে।’
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির নেতা কাফি রতন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, অ্যাডভোকেট আইনুর নাহার লিপি, কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল বারি শংকর আচার্য্যসহ অনেকে।
সারাবাংলা/এএইচএইচ/এমও