Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনা জিতে পাকিস্তানের আরশাদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২৪ ০৯:৫৮

অলিম্পিকের ইতিহাসে পাকিস্তানের সোনার সংখ্যাটা একেবারেই হাতে গোনা। সেই সোনাগুলোও ছিল দলীয় ইভেন্টে। প্যারিস অলিম্পিকে সেই ইতিহাস নতুন করে লিখলেন অ্যাথলেট আরশাদ নাদিম। জ্যাভেলিনে ভারতের নীরাজ চোপড়াকে পেছনে ফেলে সোনা জিতেছেন আরশাদ। পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে নতুন ইতিহাস গড়লেন তিনি।

জ্যাভেলিনে আরশাদের মূল প্রতিপক্ষ ছিলেন ভারতের নীরাজ। গত বিশ্বচ্যাম্পিয়নশীপে সোনা জিতে অলিম্পিকে সোনা জয়ের দৌড়েও এগিয়ে ছিলেন তিনি। তবে সবাইকে খানিকটা চমকে দিয়েই সোনা জিতলেন আরশাদ।

বিজ্ঞাপন

৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন আরশাদ। ভেঙেছেন ২০০৮ সালে গড়া থরকিল্ডসেনের গড়া রেকর্ড। ভারতের চোপড়া ছুঁয়েছেন ৮৯.৪৫ মিটার। ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, ছুঁয়েছেন ৮৮.৫৪ মিটার।

১৯৮৪ সালের পর এই প্রথম অলিম্পিকে সোনা জয়ের স্বাদ পেল পাকিস্তান। সব মিলিয়ে অলিম্পিকে পাকিস্তানের পদক সংখ্যা ১১টি।

 

 

 

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর