Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে স্থান পাচ্ছেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৯:০৪ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ২০:৩৬

ঢাকা: আর ঘণ্টাখানেকের মধ্যেই রাষ্ট্রপতির সরকারি বাসভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের এই সরকারের বাকি ১৬ জন উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে দুজন রয়েছেন সরকারের পদত্যাগের নেপথ্যে গড়ে তোলা আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

সরকারের একাধিক সূত্র বলছে, এই ১৬ জনই উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা মেলেনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের তালিকাটি হাতে এসেছে। রাত ৮টায় তাদের বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন—

  • ড. সালেহ উদ্দিন আহমেদ
  • ড. আসিফ নজরুল
  • আদিলুর রহমান খান
  • হাসান আরিফ
  • তৌহিদ হোসেন
  • সৈয়দা রেজওয়ানা হাসান
  • মো. নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  • ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
  • সুপ্রদিপ চাকমা
  • ফরিদা আখতার
  • বিধান রঞ্জন রায়
  • আ ফ ম খালিদ হাসান
  • নুরজাহান বেগম
  • শারমিন মুরশিদ
  • ফারুক-ই-আজম

এই ১৬ জনের মধ্যে মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্যিবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর