Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৫:৪২ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১৫:৪৫

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্র ও শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।’

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে গড়ে ওঠা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল।

সারাবাংলা/আরডি/এনইউ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো