Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৮ আগস্ট ২০২৪ ১০:২৯

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই দেশের সব ঘটনার দিকেও নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি।

বুধবার (৭ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সব ঘটনার দিকে নজর রাখছি এবং স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেখছি।

ম্যাথিউ মিলার বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের আরেকজন মুখপাত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে সব সিদ্ধান্তের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। আমরা জানতে পেরেছি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। কারণ এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই রাজপথে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে সরকারের পতন, তাদের প্রস্তাবনাতেই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হচ্ছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নিতে যাচ্ছে। তবে এই সরকারে আর কারা কারা থাকছেন উপদেষ্টা হিসেবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। অন্তর্বর্তী সরকারের আকার নিয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি।

সারাবাংলা/ইআ

অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর