Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের দায়িত্ববোধ দেখে অভিভূত ব্র্যাক উপাচার্য

ঢাবি করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ০৯:১১ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১২:৪২

ঢাকা: ‘আমি দেখেছি তোমরা দলবেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছো। আমি দেখেছি তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন এবং মানুষের চলাচলে সাহায্য করছো’—শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।

বুধবারব (৭ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে অভিভূত বোধ করছেন বলে জানান তিনি।

মাহফুজুল আজিজ বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে তোমাদের দায়িত্ববোধ আমাদেরকে অভিভূত এবং অনুপ্রাণিত করছে। একটি শান্তিপূর্ণ এবং সুষম সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা সে বিশ্বাস আমাদের আছে।’

তিনি শিক্ষার্থীদের পাশে আছেন জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা তোমাদের পাশে আছি। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের স্ব স্ব অবস্থান থেকে যার যা করণীয় তা করতে সচেষ্ট হই।’

সারাবাংলা/আরআইআর/ইআ

উপাচার্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর