Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশিমপুর কারাগার থেকে পালাল ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ২২:০২ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ০৯:১৪

ঢাকা: গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দি নিহত হয়েছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কারাগারের বন্দিরা বিদ্রোহ করেন। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দিরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।

সিনিয়র জেল সুপার আরও জানান, বন্দিদের মধ্যে ২০৯ জন দেওয়াল টপকে পালিয়ে গেছেন। এসময় গুলিতে ছয়জন নিহত হন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এনইউ

কাশিমপুর কারাগার টপ নিউজ বন্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর