Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার বললে পদত্যাগ করব: কুবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ২০:২৫ | আপডেট: ৭ আগস্ট ২০২৪ ২০:২৬

কুবি: বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

তিনি বলেন, আমি ঢাকায় আছি। পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। সরকার গঠন হওয়ার পর যদি আমাকে পদত্যাগ করতে বলে তাহলে আমি পদত্যাগ করব।

বুধবার (৭ আগস্ট) মুঠোফোনে সারাবাংলাকে এ কথা বলেন তিনি।

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।

এদিকে সংসদ বিলুপ্ত হওয়ার পর ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি),জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন। চলমান উদ্ভুত পরিস্থিতিকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন উপাচার্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো