Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ বছর পর অলিম্পিকের ফাইনালে ব্রাজিল নারী দল

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৪ ১০:৩১

শেষবার তারা অলিম্পিকের ফাইনালে উঠেছিল ২০০৮ সালে। এরপর ১৬ বছর পেরিয়ে গেলেও অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল নারী ফুটবল দল। প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে মার্তার ব্রাজিল।

নিষেধাজ্ঞা থাকায় মার্তাকে ছাড়াই সেমিতে নেমেছিল ব্রাজিল। সেমিতে দুর্দান্ত ফর্মে থাকা স্পেনকে চমকে দিয়ে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথম গোলটি হয় আত্মঘাতী। দ্বিতীয় গোলটি করেন গাবি পোর্তোলিও। ৭১ মিনিটে তৃতীয় গোল করে জয় অনেকটাই নিশ্চিত করেন আদ্রিয়ানা।

বিজ্ঞাপন

৮৫ মিনিটে এক গোল শোধ করেন স্পেনের সালমা পারায়উয়েলো। যোগ কয়ার সময়ে ব্রাজিলকে ৪-১ গোলে এগিয়ে দেন কেরোলিন। শেষ মুহূর্তে আরেকটি সান্ত্বনার গোল পেয়েছে স্পেন।

শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতেই ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। অন্য সেমিতে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর