Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ‘হাই প্রোফাইল’দের

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ০৯:৩৫ | আপডেট: ৭ আগস্ট ২০২৪ ১৪:০৪

দেশত্যাগ করতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়তে গিয়ে ব্যর্থ হয়েছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আখাউড়া ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে।

এর বাইরেও গত দুদিনে আরও অনেক ‘হাই প্রোফাইল’ ব্যক্তিকেই বিমানবন্দর কিংবা স্থলবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছাড়তে দেওয়া হয়নি সদ্য সাবেক সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও।

বিজ্ঞাপন

পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ, এসবি) গণমাধ্যমে পাঠানো এক অবহিতকরণ বার্তায় বলছে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করার কারণেই এসব ব্যক্তিকে দেশত্যাগ করতে দেওয়া হচ্ছে না।

বার্তায় বলা হয়েছে, বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শ করে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তি, যেমন— সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

হাছান মাহমুদ ও জুনাইদ আহমেদ পলকের মতো বিমানবন্দর দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদও দেশ ছাড়তে পারেননি। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হুদা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

ইমিগ্রেশন টপ নিউজ দেশত্যাগ বিমানবন্দর হাই প্রোফাইল ব্যক্তি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর