Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবি’র ৫ শিক্ষকের পদত্যাগে ৩ ঘণ্টার আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ২০:২৬

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র নির্দেশনা ও পরামর্শ বিভাগের পরিচালককে ৩ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি সমন্বয়ক এক পোস্টের মাধ্যমে জানান, সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে শেকৃবি এর সাধারণ শিক্ষার্থীরাও ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামে। এ সময়ে ক্যাম্পাসের প্রশাসনিক বডি ফ্যাসিস্ট, খুনি সরকারকে মদদ দেয় আর তাদের হয়ে মিটিং, মিছিল, সভা ও সেমিনারে যোগ দেয়। এমন ব্যক্তি যারা দেশ ও জাতির সার্থকে পিছে রেখে কোনো এক সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাপোর্ট দেয়, তারা আর যায় হোক ক্যাম্পাসের নীতি নির্ধারক হতে পারে না। তাই উল্লেখিত ব্যক্তিবর্গকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী ৩ ঘণ্টা এর মাঝে সসম্মানে তাদের পদ থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে শেক্রবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর শহীদ ভূইয়া এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম কে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে উপ-উপাচার্য ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জানান তারাও দ্রুতই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. হারুন-উর-রশিদ জানান তিনি ইতোমধ্যে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম শেকৃবি প্রক্টর এর পদত্যাগপত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/একে

কৃষি বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন শেরেবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর