চুয়াডাঙ্গায় কৃষক লীগ নেতা খুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ২০:২১ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ২০:২২
৬ আগস্ট ২০২৪ ২০:২১ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ২০:২২
চুয়াডাঙ্গা: সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে মোমিনপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত গোলাম ফারুক ওই ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের মরহুম তিতা জোয়ার্দ্দারের ছেলে।
গোলাম ফারুক জোয়ার্দ্দারের ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান মাজু জানান, তার ভাই হেঁটে বাজার করার জন্য বাজারে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা মঞ্জিলুরের নের্তৃত্বে ৮/১০ জন সশস্ত্র ব্যক্তি তাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বর্তমানে তার মরদেহ বাড়িতে রাখা আছে বলে জানান তিনি।
সারাবাংলা/পিটিএম