Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান

ইবি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৮:৫৫ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ২২:০২

ইবি: আবাসিক শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট। প্রশাসনের অনুমতি নিয়েই ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হলে উঠেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো বাধা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

সুইট বলেন, হল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। আবাসিক শিক্ষার্থীরা অনেকেই ইতোমধ্যে হলে ফিরেছেন। গুজবে কান না দিয়ে সব আবাসিক শিক্ষার্থীকে হলে আসার আহ্বান জানাচ্ছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমি নিজে দায়িত্ব নিয়ে তাদের সিটে তুলে দেব। একইসঙ্গে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ফিরে আসুক। ক্লাস-পরীক্ষাগুলো দ্রুত শুরু হোক এটাই দাবি প্রশাসনের কাছে।

বিজ্ঞাপন

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, সমস্বয়ক ও ভিসি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। ভিসি স্যার তাদের থাকার অনুমুতি দিয়েছেন। আন্দোলনকারীদের বলেছি যারা আবাসিক আছে তারা হলে উঠুক সমস্যা নেই। হলে যেন কারো জানমালের ক্ষতি না হয় তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে। আবাসিক শিক্ষার্থীদেরও দ্রুত হলে ফেরার আহ্বান জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ছাত্রদের হল তারাই সেখানে অবস্থান করবে। আমার চাওয়া থাকবে তারা হলে সহ-অবস্থান করুক। প্রশসনিকভাবে আমাদের পক্ষ থেকে কোনা বাঁধা-বিঘ্ন করা হবে না। পরিস্থিতি বিবেচনায় তারা নিরাপদে থাকুক এটাই কামনা।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আবসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন দুপুর একটায় ছাত্রদের এবং পরদিন ১৮ জুলাই ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেন। হল বন্ধ ঘোষণার দিন থেকে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে কয়েক দফায় বিক্ষোভ করলেও প্রশাসন সেই দাবি মানেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

ইবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর