Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ স্টেশন ও ট্রাফিকের দায়িত্বে আনসার

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ২১:০৮

ঢাকা: বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যান্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (মিডিয়া শাখা) রুবেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আপাতত আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে। ট্রাফিক পুলিশ সদস্যরা এ দায়িত্বে না ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। এছাড়া দেশের বিভিন্ন পুলিশ স্টেশন অরক্ষিত থাকায় আনসার সদস্যরা অভ্যন্তরীণ দায়িত্ব পালন করবে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে মোতায়েনরত আনসার সদস্যদের বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সারাবাংলা/ইউজে/একে

আনসার ট্রাফিক পুলিশ থানা নিরাপত্তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর