Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর চট্টগ্রামে সহিংসতায় মৃত্যু ২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৬:৩৬

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের সরকারি–বেসরকারি স্থাপনা, থানা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বসতঘরে সহিংস হামলা চালানো হয়।

সোমবার (৫ আগস্ট) সহিংস এ হামলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় অনেকে আহত হয়েছেন। এর মধ্যে একজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলা করার সময় গুলিবিদ্ধ হন। আরেকজন হাটহাজারীতে সহিংসতায় মারা যান।

নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন (১৮) ও মো. জামাল উদ্দিন (৫৪)। এরমধ্যে নিজামের বাড়ি নোয়াখালীতে। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর জামাল উদ্দিনের বাড়ি হাটহাজারীতে। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তছলিম উদ্দিন সারাবাংলাকে জানান, সোমবার রাতে তাদেরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা দুইজনই গুলিবিদ্ধ ছিলেন। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর শোনার পর চট্টগ্রামের রাজপথে নেমে আসে লাখো মানুষ। এ সময় অনেকে নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় হামলা ও অগ্নিসংযোগ করেন। নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়, কোতোয়ালি থানা, পতেঙ্গা থানা, পাহাড়তলী থানা, চকবাজার থানা, মীরসরাই থানা, হাটহাজারী থানা, সদরঘাট থানাসহ আরও কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম টপ নিউজ সহিংসতায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর