‘জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে’
৫ আগস্ট ২০২৪ ১৯:০৫ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ২৩:১৪
ঢাকা: অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেছেন, এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না।
সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে শেখ হাসিনা পদত্যাগ করার পর বিকেলে ফেসবুকে পোস্টে এ সব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।’
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়ে সরকারের পদত্যাগের দাবিতে রূপ নেওয়া শিক্ষার্থীদের আন্দোলনে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন। তার অবর্তমানে দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/আরআইআর/পিটিএম