Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় দিনভর সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক

সারাবাংলা/এমও
৫ আগস্ট ২০২৪ ১০:৩৮

কুমিল্লা: কুমিল্লায় সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে পুলিশ ও আওয়ামী লাীগের সাথে শিক্ষার্থী ও সাধারণ জনগণের দিনভর ব্যাপক সংঘর্ষে ৩ জন নিহত এবং অর্ধশতাধিক শিক্ষার্থী-জনতা আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় আন্দোলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা আন্দোলনকারী ও কর্তব্যরত সাংবাদিকদের বিভিন্নভাবে বাধা ও শারিরীকভাবে হেনস্তা করেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা মহাসড়কসংলগ্ন কোটবাড়ি এলাকায় অবস্থান নিতে চাইলে সেখানে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন। পরে আন্দোলনকারীদের আরেকটি অংশ মহাসড়কের আলেখারচর এলাকায় ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে বেলা ১টায় আন্দোলনকারীরা মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় নুরনবী নামে এক শিক্ষার্থী নিহত হয়। এছাড়া ইলিয়টগঞ্জে পুলিশ কনস্টেবল এরশাদ এবং রুবেল নামে এক বাসচালক
দেবিদ্বারে নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

এদিকে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে বেশ কিছু সূত্র নিশ্চিত করেছেন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার বলেন, সরকারি হিসাব অনুযায়ী কুমিল্লায় ৩ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ ও কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে বিকালে কোটবাড়ি বিশ্বরোড়ের পাশে এক মসজিদ থেকে বের করে পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আটক করে সদর দক্ষিণ থানায় নিয়ে যায়। তাদের মারধর করা হয়েছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

কুবি করেসপন্ডেন্ট

কুমিল্লা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর