Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালা ভেঙে হলে প্রবেশ করল ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১৭:২৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৪ ২০:৪৫

ঢাবি: কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় পুলিশ কিংবা প্রশাসন, কারোর বাধার মুখে পড়তে হয়নি শিক্ষার্থীদের।

রোববার (৪ আগস্ট) দুপুরের পর থেকে তালা ভাঙে হলে ঢোকার স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে থাকে শিক্ষার্থীরা। দুপুর দুইটার দিকে কলাভবন অংশের হলগুলোর তালা ভাঙতে শুরু করেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৭ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হল খুলে দেওয়ার জন্য পূর্বেই আল্টিমেটাম দেওয়া হয়েছিল। আমাদের হলে আমরা থাকতে চাই। হল বন্ধ থাকবে কেন? এসময় বাইরে থাকা অন্যান্য শিক্ষার্থীদের হলে আসার আহ্বান জানিয়েছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টার দা সূর্য সেন হল, বিজয় একাত্তর হল, সলিমুল্লাহ মুসলিম হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও কবি জসীম উদ্দীন হলে তালা ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/আরআইআর/এমও

টপ নিউজ ঢাবি শিক্ষার্থী তালা হলে প্রবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর