Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে ময়লার স্তূপ ধসে চসিক কর্মীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৪ ১৭:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আবর্জনাগারে জমে থাকা ময়লার স্তূপের নিচে চাপা পড়ে সিটি করপোরেশনের এক কর্মী নিহত হয়েছেন। বৃষ্টির কারণে ময়লার স্তূপ ধসে ওই ব্যক্তি চাপা পড়েন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর ড্রাম গেইট এলাকায় চসিকের আবর্জনাগারে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. কামালের (৪০) বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। নগরীর আরেফিন নগর বিশ্ব কবরস্থান এলাকায় তার বাসা। তিনি চসিকের সংস্থাপন বিভাগের অধীন কেন্দ্রীয় কবরস্থানে কবর খননকারী পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নগরীর বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে বলেন, ‘কামাল আবর্জনাগার থেকে পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করতো। সকালে কুড়ানোর সময় বৃষ্টিতে ময়লার স্তূপ ধসে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সিটি করপোরেশনের কর্মীরা স্থানীয়দের সঙ্গে মিলে তার লাশ উদ্ধার করেন।’

কামালের সঙ্গে পরিত্যক্ত জিনিস কুড়ানোর সময় ময়লার স্তূপের নিচে চাপা পড়ে শাকিল (২২) নামে এক যুবকও আহত হয়েছেন বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনইউ

কর্মী চসিক মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর