মার্চ ফর জাস্টিস: শিক্ষা অধিকার চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ
৩১ জুলাই ২০২৪ ১৬:০৪ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৬:৩৩
ঢাকা: রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় শিক্ষা অধিকার চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র-ছাত্রী। ‘মার্চ ফর জাস্টিসে’র দাবিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে জড়ো হয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। এদিন দুপুর ১২টায় বিক্ষোভ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল চলে। বুধবার শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর প্রাক্কালে ৪ জন আন্দোলনকারীকে পুলিশ আটক করে নিয়ে যায়।
এছাড়া মার্চ ফর জাস্টিসের প্রতি সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের কয়েকশ আইনজীবীও বিক্ষোভ মিছিল করেছে।
এদিন আইনজীবীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রতি একাত্মতা ঘোষণা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক শহিদুল আলম, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং অধিকার কর্মী রেহনুমা আহমেদ বক্তব্য দেন।
আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, গাজী কামরুল ইসলাম সজলসহ অনেকে।
সারাবাংলা/কেআইএফ/এমও