সাড়া নেই ফেসবুক-ইউটিউবের, ব্যাখ্যা দেবে টিকটক
৩০ জুলাই ২০২৪ ১৭:০২ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৭:১০
ঢাকা: সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানো মোকাবিলায় ব্যবস্থা না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার।
দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কর্তৃপক্ষ বরাবর ব্যাখা চেয়ে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টা পর্যন্ত ইউটিউব ও মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ) বিটিআরসিকে কোনো জবাব না দিলেও টিকটকের পক্ষ থেকে ই-মেইলে সাড়া মিলেছে।
দুপুরে এক ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) পর্যন্ত আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে একটা টাইম (সময়) দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে। কিন্তু আমরা এখনো তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি।’
পলক বলেন, ‘টিকটক ই-মেইলে একটা রিপ্লাই (প্রতি উত্তর) দিয়েছে যে, তারা এ নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চান। তারা ব্যাখ্যাগুলোও দিতে চান। বাকি দুটি অর্থাৎ, মেটা ও ইউটিউবের সাড়া পাইনি।’
ফেসবুক ও ইউটিউবের সাড়া পাওয়ার ব্যাপারে পলক এখনো আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুধবার সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় আমরা পর্যায়ক্রমে তিনটি মাধ্যমের সঙ্গে বসতে চেয়েছিলাম। ৯টায় টিকটক, ১০টায় ইউটিউব ও ১১টায় ফেসবুক বা মেটা। আজ পর্যন্ত তারা কিছু বলেননি। তবে এখনো সময় আছে। বেঁধে দেওয়া সময় পর্যন্ত দেখি। তারা কী ব্যাখ্যাটা দেন?’
কবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলবে জানতে চাইলে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘যদি তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয়, তাহলে তো আমরা শিগগির খুলে দেবো। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ। যেখানে কোনো বাধা নেই। আমরা শুধু তাদের জিজ্ঞাসা করেছি যে, বাংলাদেশের আইন, সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে, সেটা তারা কীভাবে মেইনটেইন করছে বা আদৌও করছে কি না। সেটা আমরা জানতে চাই।’
আরও পড়ুন: ফেসবুক-টিকটক বন্ধই থাকছে, বিটিআরসিতে প্রতিনিধিদের তলব
১০ দিন পর ২৮ জুলাই বিকেলে মোবাইল ইন্টার চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার। তবে এখনও বন্ধ রয়েছে ফেসবুক-টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম।
এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠকের পর পলক জানান, সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানো মোকাবিলায় ব্যবস্থা না নেওয়ায় ফেসবুক-টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। ৩১ জুলাই সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।
তিনি বলেন, সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক ও টিকটকসহ সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে।
সারাবাংলা/ইএইচটি/এনইউ
ইউটিউব জুনাইদ আহমেদ পলক টিকটক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডাক প্রতিমন্ত্রী ফেসবুক বিটিআরসি ব্রিফিং