যুক্তরাজ্যে নাচের স্কুলে হামলা, ছুরিকাঘাতে ২ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৪ ১১:০৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৩:৫১
৩০ জুলাই ২০২৪ ১১:০৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৩:৫১
যুক্তরাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলের সাউথপোর্ট এলাকায় একটি নাচের স্কুলে ছুরিকাঘাতে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ শিশু। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সাউথপোর্টের হার্ট স্ট্রিটে টেলর সুইফট-থিমযুক্ত ইভেন্টে ছুরি হামলা হয়েছে। এতে দুই শিশু নিহত হয়েছে। এ সময় তাদের রক্ষার চেষ্টা করতে গেলে ছুরিকাঘাতে দুই প্রাপ্তবয়স্কও গুরুতর আহত হন।
পুলিশ বলেছে, এ ঘটনায় সন্দেহভাজন ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার কারণ অস্পষ্ট। তবে এটিকে সন্ত্রাস-সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্থানীয় পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি জানিয়েছেন, শিশুরা একটি নাচের স্কুলে টেলর সুইফ্টের অনুষ্ঠানে যোগ দিচ্ছিল। এ সময় ছুরি নিয়ে সশস্ত্র অপরাধী প্রাঙ্গণে প্রবেশ করে এবং শিশুদের উপর হামলা চালায়।
সারাবাংলা/ইআ