Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের উন্নয়ন ধ্বংসে থাবা বসিয়েছে বিএনপি-জামায়াত’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ২২:০৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১২:২৫

ঢাকা: বাংলাদেশের উন্নয়ন ধ্বংস করতে বিএনপি-জামায়াত-ছাত্রদল-শিবির থাবা বসিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়ন ব্যাহত করতে দেশব্যাপী তাণ্ডব সম্পূর্ণভাবে একটি জঙ্গি কর্মকাণ্ড।’ তিনি বলেন, ‘বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।’

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোয় তিনি বিএনপি-জামায়াত চক্রের কঠোর সমালোচনা করেন। শেখ হাসিনা বলেন, ‘আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে। সবাই সম্মানের চোখে দেখে। আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এদের উদ্দেশ্য দেখে এখন বোঝা যাচ্ছে যে, কোটা কোনো ইস্যু নয়। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশকে সেবা দেয় ও মানুষের জীবনমান উন্নত করে, তা ধ্বংস করা; অর্থাৎ বাংলাদেশকেই ধ্বংস করে ফেলা তাদের উদ্দেশ্য।’ [তথ্যসূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

উন্নয়ন জামায়াত টপ নিউজ ধ্বংস বাংলাদেশ বিএনপি শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর