সিন নদীর দূষণে বাতিল অলিম্পিকের অনুশীলন
২৯ জুলাই ২০২৪ ১০:১০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১৮:০১
শতবর্ষের প্রথা ভেঙে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হয়েছিল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসের সিন নদীতে হয়ে যাওয়া জমকালো অনুষ্ঠানের প্রভাবটা অবশ্য এখনো কাটেনি। আর সেই অনুষ্ঠানের কারণে সিন নদী দূষিত হয়ে পড়ায় বিপাকে পড়েছে অলিম্পিক কর্তৃপক্ষ। অনুশীলনের পাশাপাশি নদীতে হতে যাওয়া সব ইভেন্ট আপাতত বাতিল করেছেন তারা।
৪ ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই অনেকটা কালচে হয়ে গেছে সিন নদীর পানি। নানা ধরনের বস্তু, রং পানিতে পড়ে পানি হয়েছে দূষিতও। আর এতেই কপালে চিন্তার ভাজ পড়েছে অলিম্পিক কমিটির। এর মাঝেই ট্রায়াথলনের অনুশীলন বাতিল ঘোষণা করা হয়েছে। বিশ্ব ট্রায়াথলন ফেডারেশন জানিয়েছে, সিন নদীর পানি যথেষ্ট পরিষ্কার না থাকায় প্রতিযোগীরা অনুশীলনে নামতে পারছেন না। পানি পরিষ্কার হলেই শুরু হবে অনুশীলন।
শুধু অনুশীলন নয়, দূষণ না কাটা পর্যন্ত নদীতে হবে না কোন প্রতিযোগিতাও। অলিম্পিক কমিটি আশা করছে, আগামী ২-৩ দিনের মাঝেই নদীর পানি স্বাভাবিক রূপে ফিরবে।
সারাবাংলা/এফএম