Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপালে নদী ভাঙনে ৮ পরিবার বাস্তুচ্যুত, পানিবন্দি শতাধিক

মনিরুল ইসলাম দুলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ০৮:৩৯

বাগেরহাট: মোংলা-ঘঁষিয়াখালী ক্যানেলের রোমজাইপুর এলাকায় তীব্র নদী ভাঙনে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাগেরহাটের রামপাল উপজেলায় ওই এলাকা ভাঙনের ফলে ৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরো ২০টি পরিবার। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন ত্রাণ সহায়তা মেলেনি।

গত ২২ জুলাই রাতে পূর্ণিমার তেজকটালের জোয়ারের তোড়ে ভেঙে যায় গ্রামের প্রায় ৫০ মিটার গ্রামরক্ষা বাঁধ। এতে ৪টি বাড়ি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ঝুঁকিতে পড়েছে আরো প্রায় ২০টি বাড়ি। যেকোন সময় নদীগর্ভে বিলীন হতে পারে বাড়ি-ঘর।

বিজ্ঞাপন

এছাড়া ভাঙনে বিদ্যুতের ২টি খুঁটি উপড়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে আরো ৪/৫টি খুঁটি। ভেঙে গেছে ২ কিলোমিটার আধপাকা রাস্তা। দেড় শত একর ঘের ও পুকুর ভেসে গিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিদিন ২ বার জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর।

ঘটনার এক সপ্তাহ গত হলেও কোনো জনপ্রতিনিধি ও প্রশাসনের কোন কর্তা ব্যক্তি সরেজমিনে যাননি বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা বিভাস হালদার বলেন, ‘অপরিকল্পিত ভাবে খনন করায় পুরো রোমজাইপুর গ্রামটি একটি ব-দ্বীপ হয়ে গেছে। এতে নদী ভাঙন বেশি হয়েছে। সরকার বা প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছে না।’

ইউপি সদস্য মো. বায়েজিদ সরদার বলেন, ‘দেড় মাস পূর্বে রেমালের আঘাতে বাঁধ ভেঙে গ্রাম তলিয়ে যায়। মানুষের একমাত্র আয়ের উৎস মাছ ভেসে সবাই পথের ফকির হয়ে গেছে। ঠিকমতো দুই বেলা এ গ্রামের মানুষ খেতে পারছে না।’

সংরক্ষিত আসনের ইউপি সদস্য রীনা বেগম হেনা জানান, ‘এ গ্রামের প্রায় সবপরিবার দরিদ্র, হতদরিদ্র। রেমালের ক্ষয়ক্ষতির পরে আবার নদী ভাঙনে মড়ার উপর খাঁড়ার ঘা পড়েছে। মোংলা-ঘঁষিয়াখালী চ্যানেলের তীব্র স্রোতে গ্রামের দুই পাশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে রশিদ মোল্লা, মিজান মোল্লা, জামাল মোল্লা, জাহাঙ্গীর শেখের বাড়ি-ঘর ভেঙে গেছে। পশ্চিম পাশে আমার একমাত্র সম্বল বাড়িটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমি পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে আছি।’

বিজ্ঞাপন

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, এ বিষয়ে এমপি হাবিবুন নাহারের সঙ্গে কথা হয়েছে। বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন দ্রুতসময়ের মধ্যে ব্যবস্থা নেবেন।’

সারাবাংলা/এমও

নদী ভাঙন পানিবন্দি রামপাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর