Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ভূমিধসে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৪ ১২:০৩ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১৭:৩৩

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি এ কথা জানিয়েছে।

সিসিটিভি জানায়, এই দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়ে। এতে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ পর্যন্ত ১১ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিসিটিভি আরও জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে ভূমিধসের ঘটনা ঘটে। চীনে গ্রীস্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।

এদিকে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে চলতি মাসে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, দেশটিতে গত মে মাসে কয়েকদিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/ইআ

চীন টপ নিউজ ভূমিধসে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর