সাঁতারেই এলো যুক্তরাষ্ট্রের প্রথম সোনা
২৮ জুলাই ২০২৪ ১১:০২ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ ০০:২৩
চিরপ্রতিদ্বন্দ্বী চীন আসরের প্রথম সোনা জিতেছে আগের দিন। এবার সোনা জিতে নিজেদের খাতা খুলল যুক্তরাষ্ট্রও। প্যারিস অলিম্পিকে তারাও আসরের প্রথম সোনা জিতেছে সেই সাঁতারেই। ৪০০ মিটার ফ্রি স্ট্রাইল রিলেতে অস্ট্রেলিয়াকে দলকে হারিয়ে সোনা জিতেছে কেলেব ড্রেসেলের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র দল।
আগের দুই অলিম্পিকেও ৪০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে ড্রেসেলকে সাথে নিয়ে সোনা জিতেছিল যুক্তরাষ্ট্র। হ্যাটট্রিক সোনার লক্ষ্যে পুলে নেমেছিলেন ড্রেসেলরা। সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জিতেছে ইতালি।
যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে ড্রেসেলের এটি অষ্টম সোনা। ২০১৬ অলিম্পিকে দুটি সোনা জিতেছিলেন তিনি। ২০২০ অলিম্পিকে পেয়েছিলেন পাঁচটি সোনা। এবার আসরের শুরুতেই সোনা জিতলেন মাইকেল ফেলপসের উত্তরসূরী।
সোনা জয়ের পর নিজের পাঁচ মাস বয়সী ছেলেকে জড়িয়ে ধরে আবেগ আর ধরে রাখতে পারেননি ড্রেসেল। আবেগে আপ্লুত ড্রেসেল বলেছেন, অষ্টম সোনা জিতলেও প্রতিবারও প্রথম জয়ের স্বাদ পান তিনি।
ড্রেসেল বলেন, ‘পোডিয়ামে দাঁড়িয়ে দেশের পতাকা উড়তে দেখার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ কর যাবে না। প্রথম সোনা জয়ের অনুভূতিটা যেমন ছিল, প্রতিবারই এমন হয়। এই মুহূর্তটা আমার জন্য বিশেষ। এটা আমার ও আমার ছেলের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওর এখানে থাকতে পারাটা দারুণ কিছু। প্রথম সোনা জয়ের স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমার।’
সারাবাংলা/এফএম