গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট হামলা, নিহত ১২
২৮ জুলাই ২০২৪ ০৯:৪২ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১৩:৩৭
ঢাকা: ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশু-তরুণসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। যাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।
ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স আইডিএফ জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শক্তিশালী রকেট হামলা চালিয়েছেন।
তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। খবর বিবিসি।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, এর বিনিময়ে হিজবুল্লাহকে কঠোর মূল্য দিতে হবে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘আমাদের কাছে থাকা তথ্য পরিষ্কার। নিরীহ শিশুদের হত্যার জন্য হিজবুল্লাহ দায়ী। আমরা হিজবুল্লাহকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হব।’
টানা ৯ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ।
সারাবাংলা/একে