Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ২৩:৪৮

ঢাকা: ঢাকাসহ চার জেলায় রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) তিন দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৭ জুলাই) রাতে গণমাধ্যকে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে আগামী তিন দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার।

এর পরিপ্রেক্ষিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবি-সোম-মঙ্গল তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর পর থেকে নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে পুরোপুরি তুলে নেওয়া হয়নি।

সারাবাংলা/পিটিএম

কারফিউ ঢাকা নতুন সিদ্ধান্ত

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর