Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে কারফিউ চলাকালে গ্রেফতার ৬১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ১৬:৩৮

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ কারফিউ চলছে। আন্দোলনের পরবর্তী সময়ে জেলায় পৃথক ৪টি মামলায় মোট ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জনসাধারণের শান্তিপূর্ণভাবে চলাচলের জন্য এবং কারফিউ পালনের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে।

এদিকে, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। জেলার বিভিন্ন সড়কে স্থানীয় যানবাহন চলছে। দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কারফিউ পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে টহল অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমও

কারফিউ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর