Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিতে নিহত আবু সাঈদের পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৪ ২১:২৪

রংপুর: কোটা সংস্কারের আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আবু সাঈদের বাড়ি জেলার পীরগঞ্জের গিয়ে তার মা-বাবার হাতে একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম।

প্রক্টর বলেন, ‘উপাচার্য সাঈদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।’

প্রক্টরের পাশপাশি সেখানে আরও বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাও সাঈদের বাড়িতে গিয়েছিলেন।

উল্লেখ, ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাঈদ। তিনি কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সারাবাংলা/এমও

আবু সাঈদ গুলিতে নিহত পুলিশের গুলি বিশ্ববিদ্যালয় প্রশাসন