Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৪ ১৭:২৯

জয়পুরহাট: ভারতে পাচারকালে ১৬ কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করে।

উদ্ধার করা এ বিষের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

টপ নিউজ বিজিবি ভারতে পাচার সাপের বিষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর