Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি: নিখোঁজ আরো ২ জনের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ১৭:১৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৮:২২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে পিকনিক থেকে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হলো।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন-সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)। তাছাড়া মিলন মিয়া নামের এক তরুন ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন: ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি: একজনের মৃত্যু, নিখোঁজ ২

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সাটুরিয়া উপজেলা থেকে ৫০-৬০ জন ট্রলারে করে যমুনা নদীতে পিকনিক করতে যান। ভ্রমণ শেষে রাত সাড়ে ১২টার দিকে সাটুরিয়া ফেরার পথে ঘিওর উপজেলার কুসুন্ডা ধলেশ্বরী নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

এ সময় পানিতে ডুবে মিলন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ ছিলেন। আজ তাদের লাশ উদ্ধার করা হলো। ট্রলার ডুবির এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

সারাবাংলা/এনইউ

উদ্ধার টপ নিউজ ট্রলার ডুবি ধলেশ্বরী নদী নিখোঁজ লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর