এখনই চালু হচ্ছে না আন্তঃনগর ট্রেন
২৫ জুলাই ২০২৪ ১৭:০৮ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৮:২১
ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সহিংসতার প্রেক্ষাপটে সারাদেশে কারফিউ চলছে। কিন্তু কারফিউ শিথিল করার সময়ে কিছু গণপরিবহন চালু হলেও আন্তঃনগর ট্রেন চলাচল চালু করা হয়নি। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, চলমান পরিস্থিতিতে এখনই ট্রেন চলাচল শুরু করা যাবে কীনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’
রেল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ট্রেন চালানো কোনো বিষয় নয়, বিষয়টি হচ্ছে এর নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, বুধবার বলা হয়েছিল শুধু কারফিউ শিথিল থাকা অবস্থায় বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল করার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সারাবাংলা/জেআর/একে