Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার দেখাল ডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ১৬:২০ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৮:০৯

ঢাকা: বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ডিবি-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

পার্থ এক সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।

সম্প্রতি আন্দালিব রহমান পার্থ কোটা সংস্কার ও সরকার নিয়ে নানান ধরণের কথা বলেছেন। এতে শিক্ষার্থীদের উস্কে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

সারাবাংলা/ইউজে/এনইউ

আন্দালিব রহমান পার্থ গ্রেফতার টপ নিউজ ডিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর