নেপালে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৪ ১২:২৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ ১৭:০৭
২৪ জুলাই ২০২৪ ১২:২৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ ১৭:০৭
নেপালের কাঠমুণ্ডুতে ত্রিভুবন এয়ারপোর্টে অবতরণের সময় সূর্য এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটিতে ক্রুসহ ১৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৪ জুলাই) সকালে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।
টিআইএ’য়ের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানান, দুর্ঘটনার সময় বিমানে ১৯ জন আরোহী ছিলেন। বুধবার সকাল ১১টার দিকে কাঠমুণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে এয়ারপোর্টে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।
সারাবাংলা/এমও