Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা নদীতে নিখোঁজ ৩ শিশুর মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ২০:০৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ ২৩:২৩

নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিশুর মধ্যে দুই শিশু দিপু ইসলাম (১২) ও জয়ের (১০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে দিপুর ভাই অপু ইসলাম (১৪)। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিহত দিপু ইসলাম ও নিখোঁজ অপু ইসলাম উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে। অপর নিহত শিশু জয় একই এলাকার স্বপনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে গোসল করার জন্য দিপু,অপু ,জয় ও খালেক নামে চারজন বন্ধু এক সঙ্গে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। এ সময় নদীতে পানি ও স্রোত বেশি থাকায় দিপু ,অপু ও জয় পানিতে ডুবে যায় এবং খালেক সাঁতরে তীরে উঠে পড়ে। পরে খালেক চিৎকার করে এলাকাবাসীকে ডাকলে এলাকাবাসী নদীতে নেমে তাদের খোঁজাখুজি শুরু করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে এবং সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ শিশুকে উদ্ধারে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ নাটোর নিখোঁজ পদ্মা নদী লালপুর শিশু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর