Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি মনে হয় কোনোদিন ঢাবিতে যেতে চাইব না: জাফর ইকবাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ২২:৪৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ২৩:০৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা নিজেদের ‘রাজাকার’ পরিচয় দিয়ে স্লোগান দেওয়ায় প্রতিষ্ঠানটিতে আর কোনোদিন যেতে চাইবেন না বলে জানিয়েছেন শিক্ষাবিদ, লেখক মুহম্মদ জাফর ইকবাল। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ঢাবির শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানে খুবই মর্মাহত হয়েছেন তিনি।

এই শিক্ষাবিদের লেখা একটি চিরকুট মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুকে ছড়িয়েছে। চিরকুটটি তিনি লিখেছেন সোমবার (১৫ ‍জুলাই)।

বিজ্ঞাপন

চিরকুটে জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়ত সেই ‍‍‌‌রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

চিরকুটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাফর ইকবাল। তিনি বলেন, ‘কোটা সংস্কার করতে হবে, তিনি এ বিষয়টিকে সমর্থন করেন। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।’

সারাবাংলা/ইএইচটি/একে

কোটা সংস্কার জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি রাজাকার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর