Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে আন্দোলনকারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ০০:০০ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ০০:০১

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা আন্দোলনকারী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ফরহাদ কাউসার। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি হবিগঞ্জ জেলায়।

সোমবার (১৫ জুলাই) রাত ৯টায় নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফরহাদ কাউসার বলেন, ‘আমি বাস থেকে নেমে হলে যাওয়ার সময় দত্ত হলের রিয়াজ, রবি, পাভেলসহ আরও কয়েকজন আমাকে ডাক দেয়। এরপর তারা আমাকে জিজ্ঞেস করে আমি কোটা আন্দোলনের সমন্বয়ক কিনা। আমি না বলার পর তারা আমার ফোন চেক করে। সেখানে কোটা সংক্রান্ত একটা গ্রুপ দেখতে পেয়ে আমাকে বলে তুইতো কোটা আন্দোলন করোস, তুই তো স্লোগান দেস এসব বলে আমাকে মারধর করে। আমি এ ব্যাপারে প্রক্টরকে অভিযোগ দেব।’

মারধরকারী ছাত্রলীগ কর্মী রিয়াজ, রবি ও রাফিকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

আকতারুজ্জামান পাভেল বলেন, ‘আমি সেখান ছিলাম কিন্তু আমি মারিনি। ওই ছেলের বিভাগের বড়ভাই রাব্বি দেখলাম ওর ফোন চেক করতেছে। এরপর কে মারছে আমি ভিড়ের মধ্যে আর কিছু দেখিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

সারাবাংলা/একে

আন্দোলনকারী কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর