Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদুল্লাহ হল ছাড়ছেন না আন্দোলনকারীরা, প্রক্টরের অনুরোধ উপেক্ষা

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ২১:৫৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ০১:২০

ঢাকা: দুপুর থেকে ধাওয়া-পালটাধাওয়ার পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে অবস্থান নেন কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বড় একটি অংশ। প্রাধ্যক্ষ ও প্রক্টরের অনুরোধের পর রাত ৯টার দিকেও তারা হল ছেড়ে যাননি।

সোমবার (১৫ জুলাই) রাত ৮টার পর থেকে হল প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জাভেদ হোসেন শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আসেন প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।

বিজ্ঞাপন

তবে তাদের কথায় সায় দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করছেন তারা।

শহীদুল্লাহ্ হলের প্রভোস্ট জাভেদ হোসেন তাদের বেরিয়ে আসার অনুরোধ করলে ‘দালাল’, ‘ভুয়া’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন তারা। এ সময় তারা বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার দাবি জানান।

প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের হাতে সবকিছু নেই। সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম। এখন আমরা হল প্রভোস্ট ও হাউজ টিউটরদের মাধ্যমে শিক্ষার্থীদের হলের ভেতরে প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের হলে ঢোকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

আন্দোলনকারী টপ নিউজ শহীদুল্লাহ্ হল হল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর