Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ক্যাম্পাসে অভিযান চালাতে চায় পুলিশ, অনুমতির অপেক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ১৯:৪২ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২১:২১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। শুরুতে পুলিশকে দেখা না গেলেও সন্ধ্যার দিকে বিপুল সংখ্যক পুলিশ দোয়েল চত্বরে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে রায়ট কার ও এপিসি কারসহ বিপুলসংখ্যক পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। পুলিশ বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দেখা যায়, দোয়েল চত্বরের দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য যাচ্ছে। এর আগে তারা হাইকোর্ট মাজারের সামনের সড়কে ছিলেন।

এ সময় বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি। ক্যাম্পাসে বহিরাগত কিছু লোক ঢুকেছে বলে তথ্য পেয়েছি। তাদের উসকানিতে সংঘর্ষ চলছে দুপুর থেকে। আমরা ভিসি স্যারের অনুমতি চেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে আমরা ব্যবস্থা নিতে পারি। তিনি প্রক্টোরিয়াল বডির সদস্যদের পাঠিয়েছেন। তারাও সংঘর্ষ থামানোর চেষ্টা করছে। আমরা ফৌজদারি অপরাধ যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা নিচ্ছি।’

যুগ্ম কমিশনার আরও বলেন, ‘এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। গুলির শব্দ শুনেছি। এগুলো কারা করেছে, কোথা থেকে এসেছে, তা জানতে আমরা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে, বিকেল ৩টায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এরপর দুপক্ষই ইটপাটকেল লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সারাবাংলা/ইউজে/পিটিএম

অনুমতি অভিযান ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর