৪৫ ট্রফি জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি
১৫ জুলাই ২০২৪ ১১:৫২ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১১:৫৯
একটা সময় বার্সেলোনার হয়ে জিতেছিলেন সবকিছুই। তবে আর্জেন্টিনার হয়ে যেন শিরোপাটা অধরাই রয়ে গিয়েছিল লিওনেল মেসির। ২০২১ সালের পর বদলে গেছে সবকিছুই। তিন বছরের মাঝে বিশ্বকাপসহ টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি। আজ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম কোপার ট্রফি জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ইতিহাস গড়ার দিনে ইতিহাস গড়েছেন মেসিও। আজকের কোপা নিয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ৪৫তম শিরোপা জিতলেন মেসি। ফুটবল ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ট্রফি জয়ের রেকর্ড।
মেসির ৪৫ শিরোপার সিংহভাগই এসেছে বার্সারর জার্সি গায়ে। কাতালানদের হয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ারে মেসি জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৩টি ইউয়েফা সুপার কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা।
বার্সা ছেড়ে পিএসজিতে এসে মেসি জিতেছেন ২টি ফ্রেঞ্চ লিগ, ১টি ফ্রেঞ্চ সুপার কাপ। ইন্টার মায়ামিতে এসে মেসি জিতেছেন ১টি লিগ কাপ শিরোপা।
আর্জেন্টিনার হয়ে সবার প্রথমে মেসি জিতেছেন ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। এরপর ২০০৮ সালের অলিম্পিকের সোনার মেডেলও উঠেছে তার গলায়। সবচেয়ে বড় তিন সাফল্য এসেছে ২০২১ সালের পর। ২০২১ ও ২০২৪ সালে জিতেছেন টানা দুটি কোপা আমেরিকা, ২০২২ সালে জিতেছেন ফাইনালিসিমা ট্রফি। ২০২২ সালে নিজের বহু আরাধ্য বিশ্বকাপ শিরোপা জিতেছেন মেসি।
সব মিলিয়ে মেসির শোকেসে এখন ৪৫টি ট্রফি। তিনি ছাড়িয়ে গেছেন তার বার্সা সতীর্থ দানি আলভেজকে। আলভেজ ৪৪টি ট্রফি নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।
সারাবাংলা/এফএম