Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে মধ্যরাতে উত্তাল ঢাবি

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ২৩:৩৭ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ ২৩:৪৮

ছবি: সারাবাংলা

জুলাইয়ের প্রথম দিন থেকে টানা চলমান সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে তারা মিছিল বের করতে শুরু করেছেন।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? এটি দেশবাসীর কাছে আমার প্রশ্ন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন। রোববার রাত সাড়ে ১০টার পর তারা ফের রাস্তায় নেমে আসতে শুরু করেন।

আরও পড়ুন- মুক্তিযোদ্ধার নাতি-পুতির বদলে কি রাজাকারের নাতি-পুতি চাকরি পাবে?

ওই সময় থেকেই ঢাবির বিভিন্ন হলের নিচে ও সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। রাত সোয়া ১১টার দিকে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা হলগুলোর সামনে জড়ো হয়ে টুকরো টুকরো মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছেন।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন হল থেকে ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান নিয়ে বের হয়ে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। মেয়েদের হলগুলো থেকেও শিক্ষার্থীদের মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীদের জড়ো হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

মধ্যরাতে ঢাবির বিজয় একাত্তর হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন প্রতিবাদ মিছিল করার জন্য। ছবি: সারাবাংলা

রাত সোয়া ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল হতে যাচ্ছে। সবাই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হচ্ছে। আমরা সবাই একসঙ্গে ক্যাম্পাস প্রদক্ষিণ করব।

রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও জসীম উদ্‌দীন হল শাখা ছাত্রলীগের দুজন পদধারী নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফেসবুকে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সারাবাংলা/আরআইআর/টিআর

কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর