যশোরে গ্রিল কেটে মাকে হত্যা, মেয়ে আহত
১৪ জুলাই ২০২৪ ১১:৪১ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৫:৩০
যশোর: যশোরের ঝিকরগাছায় মধ্যেরাতে গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তার মেয়ে জান্নাতি খাতুন।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী খাতুন নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা ধারণা করে জানান, দুর্বৃত্তরা রান্না ঘরের গ্রিল কেটে চুরি করতে ঘরে ঢুকতে পারে। তাদের উপস্থিতি টের পাওয়ায় ফেরদৌসী খাতুনে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আহত জান্নাতি তার চাচাও চাচিকে বিষয়টি জানালে তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না, তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে।
এটি একটি হত্যাকাণ্ড তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি।
সারাবাংলা/ইআ