ট্রাম্পের ওপর এই হামলা ক্ষমা করা যায় না: বাইডেন
১৪ জুলাই ২০২৪ ০৯:১৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১১:৪৪
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশে হামলায় ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার স্থান নেই। এই ধরনের হামলা ক্ষমা করা যায় না।’ খবর বিবিসি।
রয়টার্স জানিয়েছে, নির্বাচনি সমাবেশে ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীর ছোড়া গুলিতে ট্রাম্পের কানের ওপরের অংশ ফুটো হয়ে গিয়েছে। তবে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা প্রতিরোধে হামলাকারীসহ দুইজন নিহত হয়েছেন।
হামলার বিষয়ে বাইডেন আরও বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, আমাদের কাছে সমস্ত তথ্য আছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো গুলিবর্ষণের এই ঘটনায় তদন্তে কাজ করছে।’
তিনি আরও বলেন, সমাবেশে হামলার সময় যা ঘটেছিল সে সম্পর্কে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত করা হয়েছে। আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখন তার ডাক্তারদের সঙ্গে আছেন।’
মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এটি (এই ধরনের হামলা) ঘটতে দিতে পারি না। আমরা এমনটা হতে পারি না। আমরা এটি ক্ষমাও করতে পারি না।’
আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি।
সারাবাংলা/একে