Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলন বন্ধ করে আদালতে যাও— শিক্ষার্থীদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১৯:১১ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ২২:৩২

ময়মনসিংহ: কোটা সংস্কারকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাস্তা অবরোধ না করে আন্দোলন থামিয়ে প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদের কিছু বলার থাকলে উচ্চতর আদালতে বলা উচিৎ।’

শনিবার (১৩ জুলাই) বিকালে ময়মনসিংহ পুলিশ লাইনে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ এবং ‘মুক্তিযুদ্ধে পুলিশ: ময়মনসিংহ জেলা’ গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনের পর মন্ত্রী জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবনসহ ১১টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. আবিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শরীফ আহমেদ এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, মোহিত উর রহমান শান্ত, সিটি করপোরেশন মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ ও আব্দুর রব বক্তব্য রাখেন।

বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধ ময়মনসিংহ: জেলা পুলিশ সদস্যদের বীরত্মপূর্ণ ভূমিকা উপজীব্য করে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, পোষাক, তৈজসপত্র রাখা হয়েছে।

এছাড়া চিত্রকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা, করোনা মহামারিসহ নানা দুর্যোগে পুলিশের তৎপরতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আন্দোলন কোটা সংস্কার টপ নিউজ শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর